সাংবাদিক মিজানকে নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mijanদৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের ওপর পুলিশের নির্যাতন অবৈধ ঘোষণা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবেনা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে ওই পুলিশ সদস্যদের বেতন থেকে সাংবাদিক মিজানকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি), বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পটুয়াখালীর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাহেব আলী পাঠান, বাউফল থানার অফিসার ইনচার্জ নরেশ চন্দ্র কর্মকার, অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হালিম খান ও শফিকুল ইসলামকে আগামী ২ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।

উল্লেখ্য, গত ১৭ মার্চ সন্ধ্যায় বাউফল থানা পুলিশ প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে থানা হাজতে নেয়। পরে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালায় পুলিশ। পরের দিন মিজানুরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/মিতা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G