সাংবাদিক শওকত মাহমুদ আটক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় আটক করেছে আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা । মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আদর্শ ঢাকা আন্দােলনের আয়োজনে কনভেনশন সেন্টারটিতে ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ ও উত্তর) নির্বাচনে অনিয়ম, কারচুপি ও তথ্য-উপাথ্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নিতে এখানে এসেছিলেন শওকত মাহমুদ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের দুইবারের সভাপতি শওকত মাহমুদকে আটক করা একটি নিন্দনীয় ঘটনা। অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’
ঢাকা মহানগর পুলিশ উপকমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম জানান, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তাকে আটক করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ