সাংবাদিক শিমুল হত্যায় গ্রেফতার ৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কে এম নাসির উদ্দিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে শাহজাদপুর উপজেলার ছয়আনি গ্রাম থেকে নাসিরকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নাসির উপজেলার ছয়আনি গ্রামের লাফা মিয়ার ছেলে এবং পৌর আওয়ামী লীগের সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার নাসির শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ