সাংবাদিক সাব খবরডা পেপারে দিমু!

প্রকাশঃ জুন ১, ২০১৭ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

বৃদ্ধা শাহবানু

বয়স প্রায় একশ ছুঁই ছুঁই। নলছিটি উপজেলার একটি গ্রাম থেকে এসেছেন ঝালকাঠি জেলা শহরে। খুব একটা চেনাজানা নেই শহরের। বুধবার দুপুর ২টার দিকে ঝালকাঠি ডিসি অফিসের সামনে খুঁজতে থাকেন সাংবাদিকদের। যাকে পাচ্ছেন তাকেই বলছেন, সাংবাদিক সাব খবরডা পেপারে দিমু। এই বৃদ্ধার নাম শাহবানু। বেশি কিছুক্ষণ পর সাংবাদিকদের পেয়ে নিজের জীবনের কথা ও অভিযোগ তুলে ধরেন।

নলছিটি উপজেলার শীতলপাড়া গ্রামে বাবার বাড়িতেই থাকেন ৯৭ বছরের বিধবা। স্বামী মুনসুর আলী ৪৪ বছর আগে মারা গেছেন। তখন থেকেই আছেন বাবার বাড়ি। তার ৬ ছেলে ও ৬ মেয়ের মধ্যে জীবিত আছেন ৩ ছেলে ও ২ মেয়ে।

শাহবানু জানান, স্বামীর মৃত্যুর পর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাবার বাড়িতে ওঠেন তিনি। বাবার বাড়িতে প্রথম কয়েক বছর ভালোই ছিলেন। কিন্তু বাদসাধেন ছোট বোন হাজেরা বানু। হাজেরা বাবার সম্পত্তি একা দখল করতে সব জায়গায় ম্যানেজ করে চলছেন বলে অভিযোগ বৃদ্ধার। উপজেলার সুগন্ধা নদীর তীরবর্তী এলাকার পৈত্রিক সূত্রে পাওয়া ৫ একর ৪৬ শতাংশ জমি হাজেরা দখল করে নিয়েছেন।

বৃদ্ধা জানান, হাজেরার ছেলেরা সন্ত্রাসীবাহিনী নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে তাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় জীবনের নিরাপত্তার জন্য নলছিটি ও ঝালকাটি পুলিশের সহযোগিতা চান শাহবানু। বৃদ্ধা বলেন, ‘জমিজমা বাবার ও স্বামীর অনেক ছিল। কিন্তু এখন কিছু নাই। সবই মানষে খায়। হেই খবরডা পেপারে দিমু। সবাইরে জানাইয়া দেতে চাই। ওরা মোরো মাইরা ফালাইতে পারে। এহন সব কইয়া যামু।’

শাহবানু আরও জানান, বিষয়টি নলছিটি পৌর মেয়র তছলিম চৌধুরীকেও জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি। এখন কি করবেন তা ভেবে পাচ্ছেন না।

কিছুদিন আগেই তাকে মেরে ফেলতে আগুন লাগানো হয়েছিল বলে দাবি করেন শাহবানু। যে কোনো সময় খুন হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতাও চান বৃদ্ধা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G