সাংবাদিক হাসানউজ্জামান খান আর নেই

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৫:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Hasanujjamanজাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক হাসান উজ্জামান খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সোমবার বেলা ২টার দিকে  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিকের বয়স হয়েছিল ৯০ বছর।

মঙ্গলবার জোহরের নামাজের পর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে হাসান উজ্জামান খানের জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার কথা।

হাসান উজ্জামান ১৯২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।

পরে তিনি স্বাধীনতা, পাকিস্তান অবজারভার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বঙ্গবার্তা, নিউ নেশন, বাংলাদেশ টু ডে, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। তাঁর ৬০ বছরের কর্মজীবনের বেশি সময় কেটেছে বাসসে।

তিনি বাসসের প্রধান বার্তা সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক । সাংবাদিকতা ছাড়াও তিনি বিজ্ঞানবিষয়ক লেখালেখি করতেন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এ প্রবীণ সাংবাদিক। আগামী বৃহস্পতিবার বাদ আসর মিরপুরের বাসায় তাঁর কুলখানি হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G