সাইকেলের জন্য আলাদা লেন হবে: আনিসুল

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

1457115-Copyআসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাজধানী গড়তে সাইকেলের জন্য আলাদা লেন করে দেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

শুক্রবার নির্বাচনী প্রচারণা কালে বিডি-সাইকেলিস্ট গ্রুপের সঙ্গে দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার পথ সাইকেল চালানো শেষে তিনি এ ঘোষণা দেন।

রাজধানীর পশ্চিমাংশে বসিলার বুড়িগঙ্গা তৃতীয় সেতু থেকে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় সেই সাইকেল যাত্রা।

এ সময় আনিসুল হক বলেন, মেয়র নির্বাচিত হলে একটি দূষণমুক্ত নগরী গড়ার লক্ষ্যে কাজ করবো। যারা দূষণমুক্ত নগরী চান, আর যারা আমার এই ঘোষণায় আস্থা রাখেন, তাদের বলবো মেয়র নির্বাচনে আমার মার্কা টেবিল ঘড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।

তিনি বলেন, নির্বাচনে তার অংশগ্রহণ ঢাকাবাসীর জন্য। ঢাকা উত্তরের সমস্যাগুলো এরই মধ্যে তিনি চিহ্নিত করেছেন। নির্বাচিত হলে সেগুলো সমাধানের পথেই পাঁচ বছরের জন্য কাজ করে যাবেন।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G