সাইকেল চুরি করা এখন অসম্ভব!
সান্টিয়াগো, চিলি: নিজের দু’চাকাকে চোরেদের হাত থেকে বাঁচাতে চান? তাহলে আপনার পছন্দ হবেই ‘ইয়েরকা’।
প্রোটোটাইপ মডেলের এই দু চাকার যানটি বানিয়েছিলেন চিলির তিন নব্য ইঞ্জিনিয়ার। এবার সেই সাইকেল বাণিজ্যিক ব্যবহারের জন্য বাজারে এল।
তালা-চাবি নয়, সাইকেলের নিজস্ব পার্টস দিয়েই লক করা যাবে এই যানটি।
সাইকেলটি বানাতে ব্যবহৃত হয়েছে ব্রুকলিনের সিটিলক সিস্টেম, অর্থাৎ সাইকেলের ‘সিট’টিই তালার কাজ করবে।
এই সাইকেলের নিচের অংশটি দু’ভাগে ভাগ হয়ে যায়। যে কোনও ল্যাম্পপোস্টের সঙ্গে সাইকেলের নিচের অংশটি খুলে আটকে দিন। তারপরে দু’ভাগ হওয়া অংশটি জুড়ে দিন। ব্যাস।
আপনার কাজ শেষ। নির্মাতাদের দাবি, এর ফলে সাইকেলটি না ভেঙে তালা খোলার কোনও উপায় রইল না চোরেদের কাছে।
চিলি-সহ লাতিন আমেরিকার বেশ কিছু অংশেই এখন গাড়ি ছেড়ে সাইকেল চালানোয় উৎসাহ দেওয়া হচ্ছে।
চুরি সেখানে একটি বড় সমস্যা। নয়া এই সাইকেল সেখানে বিশেষ উপকারী হবে বলেই আশা নির্মাতাদের।
প্রতিক্ষণ/এডি/তাজিন