সাইবার হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৪:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫১ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Morocco-Averts-Cyber-Attacks-from-Algerian-Hackers-মার্কিন যুক্তরাষ্ট্র সাইবার হামলা মোকাবেলায় এবার নতুন পদক্ষেপ নিচ্ছে । সাইবার হামলা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে দেশটি একটি নতুন এজেন্সি গঠন করছে যার নাম হবে ‘সাইবার থ্রেড ইন্টেলিজেন্স ইনটিগ্রেশন সেন্টার’।

ইতোমধ্যেই এজেন্সি গঠন করার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। এই এজেন্সি গঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন গোয়েন্দা সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই, সিআইএ কিংবা এনএসএ, প্রত্যেকটি সংস্থাই আলাদভাবে কাজ করে। ফলে কারও কজের ব্যাপারে অন্য কোন সংস্থা জানতে পারে না। কিন্তু নতুন এই এজেন্সি গঠনের ফলে প্রতিটি সংস্থাই তাদের কাজের ব্যাপারে অন্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করবে। আর সমন্বয় সাধনের কাজটি করবে এই এজেন্সি।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G