সাকার আপিল শুনানি মুলতবি

প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

sakaমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শুনানিতে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনিত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরমধ্যে ৪টি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আদালতে শুনানি শুরু করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রায়ে বলা হয়, আসামি সাকা চৌধুরী ও তার পক্ষে দেয়া সাফাই সাক্ষ্যে ৭১ সালের ২৯ মার্চ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তার দেশে না থাকার যে সাক্ষ্য দেয়া হয়েছে তা প্রমাণিত হয়নি। পক্ষান্তরে প্রসিকিউশনের দেয়া সাক্ষ্য ও ডকুমেন্টে প্রমাণিত হয়েছে ৭১-এ সাকা চৌধুরী দেশে ছিলেন এবং চট্রগ্রামের বিভিন্ন এলাকায় পাক বাহিনীর সহযোগী হিসেবে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ করেছেন। যা প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G