সাকার ছেলে কারাগারে
নিজস্ব প্রতিবেদক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২০০৮ সালে গুলশান এলাকায় মারামারির ঘটনার চার্জশিটভূক্ত আসামি হুম্মাম কাদের চৌধুরী।
গ্রেপ্তারের পর ধানমণ্ডি থানার পুলিশ হুম্মাম কাদের চৌধুরীকে সিএমএম আদালতে পাঠায়। আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।
জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ‘২০০৮ সালে গুলশান এলাকায় মারামারির ঘটনার চার্জশিটভূক্ত আসামি হুম্মাম কাদের চৌধুরী। এই মামলায় তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়।’
সাকা চৌধুরীর বাড়ির কেয়ারটেকার ইদ্রিস মিয়া বলেন, ‘সকাল ১১টার দিকে ধানমণ্ডি থানা পুলিশের একটি দল বাসায় প্রবেশ করে। এরপর ১১টা ২০ মিনিটের দিকে হুম্মাম কাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসময় ম্যাডাম (সাকার স্ত্রী) উপস্থিত ছিলেন।’
প্রতিক্ষণ/এডি/ডিএইচ