সাকার রিভিউ শুনানি বুধবার
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন শুনানির জন্য বুধবারের কার্যতালিকায় এসেছে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি।
মঙ্গলবার বিকেলে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সাকা চৌধুরীর রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় ৩ নম্বরে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার সাকা চৌধুরীর রিভিউ আবেদনের ওপর শুনানির নির্ধারিত দিন থাকলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দেন।
এর আগে গত ০১ নভেম্বর সাকা চৌধুরী এবং জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।
গত ১৪ অক্টোবর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। সাকা চৌধুরী তার মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে