সাকা ও মুজাহিদের আপিল শুনানী ২৮ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক:

indexমানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে আদালত।

আসামিপক্ষে পৃথক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সময় আবেদনের কারণ হিসাবে আইনজীবীর ‘অসুস্থতা’ দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং ‘প্রস্তুতি নেই’ কারণ দেখিয়ে সালাহউদ্দিনের পক্ষে আট সপ্তাহের সময় আবেদন করা হয়।

আদালত তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন।

উল্লেখ্য, জামায়েত নেতা মুজাহিদকে ১৭ জুলাই ২০১৩ সালে এবং বিএনপি নেতা সাকা চৌধুরীকে
১ অক্টোবর ২০১৩ সালে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G