ক্রীড়া প্রতিবেদক
পুরো বাংলাশেই মেসি আর আর্জেন্টিনা ভক্ত। সে দলে আছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। গেল রোববার কাতার বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে ফ্রান্স হারানোর আনন্দ আজ উদযাপন করলেন সাকিব।
মিরপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার অনুশীলনে নেমে সাকিব মেসিদের জার্সি গায়ে ফুটবল খেললেন। পুরো মিডিয়ার দৃষ্টি পড়েছে সাকিবের দিকেই।
২২ ডিসেম্বর ভারতের বিপক্ষে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনের আগে ওয়ার্মআপে ফুটবল খেলা বাংলাদেশ দলের জন্য সাধারণ ঘটনা। মঙ্গলবার সেই সাধারণ ঘটনা অসাধারণ হয়ে দাঁড়ালো সাকিব আল হাসানের কারণে!
মাঠে দেখা গেলো প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির ১০ নম্বর জার্সি পরে তাকে ওয়ার্মআপ করতে। গাড়িতে বসেও আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা যায় সাকিবকে।