ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপের সুপার-১২ এ নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে আজ ৫ েইকেটে হেরেছে বাংলাদেশ। তবে এই হার-কে চাপা দিয়েছে ম্যাচের অন্যতম ন্যাক্কার জনক ঘটনা। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আউট হওয়ার ঘটনাটি বিশ্ব ক্রিকেটে আজ টক অব দ্য নিউজ। সাকিবের আউটের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে শাদাব খানের ফুল লেন্থের বলে এলবিডব্লিউয়ের শিকার হন সাকিব আল হাসান। এই আউট নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। সবার প্রশ্ন ছিল বল কি সাকিবের ব্যাটে লেগেছিল? নাকি সাকিবের ব্যাট লেগেছিল মাটিতে?
ম্যাচ শেষে যখন এই নিয়ে তুমুল হৈ-চৈ শুরু হয়েছে, ঠিক তখনই বিষয়টি নিয়ে টুইটারে নিজের মতামত জানিয়েছেন আকাশ চোপড়া। সাকিব আউট হয়ে সাজঘরে ফেরার পর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। ব্যাটের ছায়ার দিকে নজর দিন। স্পাইক ছিল, এটা বলে ব্যাট লাগা ছাড়া আর কিছুই নয়। বাজে আম্পায়ারিংয়ের বলি হয়েছে বাংলাদেশ।’ আজ যদি সাকিব প্রথম বলেই আউট না হতেন তাহলে হয়তো পাকিস্তানের বদলে সেমির টিকিট পেত বাংলাদেশ।
আউটটি সহজে মেনে নিতে পারেননি সাকিবও। রিভিউ নেয়ার পর দেখা যায়, ব্যাটে-বলের সংযোগ হয়েছিল। এরপরও আউট দেওয়ায় আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন সাকিব। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
সূত্র :টুইটার