সাতক্ষীরায় ছাত্রদল সভাপতি গুলিবিদ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

guliসাতক্ষীরার কলারোয়া পৌর ছাত্রদল সভাপতি আবদুল মজিদ (৩৫) পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহত মজিদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে কলারোয়া উপজেলার কেরাগাছী ইউনিয়নের ঠাকুরবাড়ী এলাকায়  এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, গত ৪ জানুয়ারি মজিদ ও সহিদুল নামে দুই জনকে যশোরের শার্শা থানা পুলিশ গ্রেপ্তার করে। সেখান থেকে হ্যান্ডকাপসহ মজিদ পালিয়ে যায়। এরপর সাতক্ষীরায় গেলে কলারোয়া থানা পুলিশ মজিদকে ফের গ্রেপ্তার করে। সেখান থেকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মজিদ পালানো সময় গুলিবিদ্ধ হয়ে।

পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় পুলিশের দুই সদস্য এএসআই ইকবাল ও কনস্টেবল শাহাদাত আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ আবদুল মজিদ (৩৫) কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি। কলারোয়ার তুলশিডাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের ছেলে তিনি। তার বিরুদ্ধে কলারোয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, মজিদ পৌর যুবদলের নেতা। তাকে গ্রেপ্তার করে পায়ে গুলি করেছে পুলিশ।

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G