গবাদী পশুর খুরা রোগের প্রাদুর্ভাব

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ৩:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

1439236043গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে গবাদী পশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে বেশ কিছু গরু-ছাগলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া এখনও এ রোগে আক্রান্ত  শতাধিক গরু-ছাগল। এ নিয়ে চরম বিপাকে পড়েছে গৃহপালিত পশুর মালিকরা।

মঙ্গলবার সরজমিনে দেখা গেছে, উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের আব্দুল জলিল, মতিন মিয়া ও মরিয়ম বেগমের সহ আরও অনেকের গরু খুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

এছাড়াও ঐ গ্রামের জয়নাল রসুল মিয়া, ও মধু মিয়ার গরু-ছাগল অসুস্থ হয়ে পড়েছে। তাদের অভিযোগ খুরা রোগ প্রতিরোধ করার জন্য উপজেলা পশু সম্পদ অফিসের ডাক্তারদের একাধিকবার জানানো হলেও তারা কোন চিকিৎসা সেবা কিংবা খোজ খবর নেননি।

এ বিষয়ে উপজেলা পশু সম্পদ অফিসের ইউএলও ডা. আব্দুল হাই জানান, ভাইরাস জনিত কারণে এ রোগ সাধারণত হয়ে থাকে।

তিনি আরও বলেন, ঐ এলাকায় খুরা রোগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে সঠিক চিকিৎসা প্রদান করা হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G