সাধারণ পোশাকে ফ্যাশনেবল নেকলেস

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

তাজিন আক্তার

neckless 1

খুব সাধারণ সুতির এক কাটের কামিজ বা টপ এর সাথে ফ্যাশনেবল নেকলেস বেশ পড়ছেন এ যুগের তরুণীরা।

পোশাকের গলার অংশটা লো কাট বা ছড়ানো হলে, গলার নীচের ওই খালি অংশটা ভরাট করে ফ্যাশনেবল নেকলেস পরুন।

ধাতুর তৈরি অনেক নকশার স্পাইরাল নেকলেস (গলার কাছে পেঁচিয়ে থাকবে) পাওয়া যায়।

ওয়েস্টার্ন পোশাকের সাথে কস্টিউম জুয়েলারিতেও প্রচুর ‘বোল্ড ডিজাইন’- পড়ছেন তরুণীরা। শিফন ড্রেসের সঙ্গে প্রবাল বা নানা আকৃতির আনকাট পাথর বা রত্নপাথরের লম্বা নেকপিস খুব ভালো মানাচ্ছে।neckless 3

neckless 2

এই বোহেমিয়ান নেকপিসগুলো এক ছড়া ছাড়াও দুই তিন ছড়ার বা আরও বেশি জমকালো হয়। বর্তমানে তরুণীরা  এ দু-রকমেরই ট্রাই করছেন। তবে, পোশাকের প্রিন্টের সঙ্গে কোনটা মানাবে, সেটা একটু বুঝে নিতে হবে।

তরুণীরা বড় বড় পাথর ঝোলানো হারও পরছেন আজকাল। একটু আলাদা ধরনের নকশা করা পয়সার ব্যবহারও থাকছে নেকলেসে। চওড়া নেকলেসও চলছে বেশ।

কোনো নেকলেস দেখতে হয়তো একটা চাঁদের মতো, বড় বড় কয়েকটি অংশ মিলিয়ে তৈরি এমন চাঁদের আকারের নেকলেসও পড়তে পারেন। ফুল, পাতা বা প্রজাপতির নকশায় তৈরি নেকলেসও পছন্দ করছেন অনেকে।

neckless 4

সাদা, কালো, মেরুন, নীল, সবুজ, গোলাপিসহ নানান রঙের বড় নেকলেস পাওয়া যাচ্ছে গয়নার দোকানগুলোতে।

necklessএছাড়া বিকিকিনির ওয়েবসাইট বা নানা ফেসবুক পেজের মাধ্যমেও কিনতে পারেন মনের মতো নেকলেস।

বড় নেকলেসের খোঁজে আরবান ট্রুথ, কে জেড, জেমস গ্যালারি, লা বেলা স্টুডিওতে পাবেন বড় নেকলেস। অন্যান্য গয়নার দোকানেও খোঁজ নিতে পারেন।

চাইলে মারমেইড,ওপাল ফ্যাশন ওয়্যার, ড্যাজলিং ফ্যাশন অ্যান্ড অ্যাকসেসরিজ বাংলাদেশ, প্রিয় শপসহ অন্যান্য অনলাইন শপ থেকেও কিনতে পারেন বড় নেকলেস। নকশাভেদে এসব নেকলেসের দাম পড়বে ৫০০ থেকে চার হাজার টাকা।

যখন কোনো একটি গয়নাকে প্রাধান্য দিতে চাওয়া হয়, তখন আনুসঙ্গিক গয়না একটু ছোটখাটো হওয়া উচিত। বড় নেকলেসের সঙ্গে যে ব্যাগটা নেওয়া হচ্ছে সেটি হয় বেশ সাধারণ। সঙ্গে ঘড়িও পরেন না, অনেক ফ্যাশন সচেতন নারী।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G