সাপের বিষ পাচার চক্রের একজন গ্রেফতার

প্রকাশঃ মার্চ ৮, ২০১৭ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৮ অপরাহ্ণ

সোলায়মান আজাদ (৬১) নামের এক ব্যক্তি ৪৫ কোটি টাকা মূল্যের বিষ আনে বাংলাদেশে। আন্তর্জাতিক একটি পাচারচক্রের মাধ্যমে তিনি এ কাজ করেছেন। মূলত ফ্রান্স, চীন ও ভারত ঘুরে আসে এ বিষগুলো।

বুধবার দুপুর ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ডিবির পূর্ব বিভাগের একটি দল ধানমণ্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে সোলায়মানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬টি কাচের বাক্সে বিষ পাওয়া গেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে ধানমণ্ডি থানায় একটি মামলা করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এসব সাপের বিষ ভিনদেশ থেকে তিনি দেশে নিয়ে এসেছেন। এর রুট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে চীন। এরপর ভারত হয়ে বাংলাদেশে আসে বিষের বাক্সগুলো।

আবুল বাতেন বলেন, সোলায়মানের কাছে থেকে উদ্ধার হওয়া বিষগুলো আসলে সাপের কিনা, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্রেপ্তার ব্যক্তির দাবি, এগুলো আসল সাপের বিষ। সেগুলো যাচাই করতে সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষায় সাপের বিষ প্রমাণিত হলে, সোলায়মানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আর কতজন জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G