সাপ বিষয়ক কিছু অদ্ভুত তথ্য!
প্রতিক্ষণ ডেস্কঃ
সাপ নামক সরীসৃপটি সবসময়ই মানুষের মনে একই সঙ্গে ভয় ও কৌতুহল জাগিয়ে তুলেছে। আসুন জেনে নিই সেই সাপ বিষয়ক কিছু মজাদার তথ্য, যার মধ্যে অনেকগুলো হয়তো আওনি জানেন। আবার অনেকগুলো জানেন না।
১। সাপের চোখের পাতা নেই।
২। সাপ খাবারে কামড় বসাতে পারে না, তাই একে পুরো খাবারটিই গিলে খেতে হয়।
৩। সাপের চোয়াল খুবই স্থিতিস্থাপক যা তাকে নিজের মাথার চেয়েও বড় আকৃতির খাবার গিলে ফেলতে সহায়তা করে।
৪। একমাত্র এন্টার্ক্টিকা মহাদেশ ছাড়া পৃথিবীর সর্বত্র সাপ পাওয়া যায়।
৫। সাপের দেহের অভ্যন্তরে কান আছে, কিন্তু বাইরে নেই!
৬। সাপ সাপুড়ের নড়াচড়া দেখে প্রতিক্রিয়া জানায়, বীনের শব্দে নয়।
৭। পৃথিবীতে প্রায় ৩০০০ প্রজাতির সাপ আছে।
৮। সাপ কিন্তু পিচ্ছিল নয়। এটি শুষ্ক এবং মসৃন।
৯। কোবরা এবং ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপগুলো শিকার ধরতে এবং মেরে ফেলতে বিষ ব্যবহার করে।
১০। অন্যদিকে পাইথন সাপ তার শিকারকে পেঁচিয়ে শ্বাসবদ্ধ করে মেরে ফেলে। এই পদ্ধতিটিকে কন্সট্রিকশন নামে অভিহিত করা হয়।
১১। সাপ জিভের সাহায্যে গন্ধ পায়।
১২। সাগরতলের কিছু সাপ তাদের চামড়া দ্বারা নিঃশ্বাস নিতে পারে যা তাদের সাগরতলে দীর্ঘক্ষণ সাঁতার কাটতে সহায়তা করে।
১৩। অ্যানাকোন্ডা পৃথিবীর সর্ববৃহৎ বিষহীন সাপ যা ১৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়।
১৪। অন্যদিকে পাইথন ২৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাইথনকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপ হিসেবে গণ্য করা হয়।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া