সাবেক জাতিসংঘ মহাসচিব বুট্রোস ঘালির মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ৯:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ghaliজাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩।

মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে তিনি মারা যান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দারিও রামিরেজ কারেনো তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার কায়রোর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মেরুদন্ডের নিচের অংশের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুট্রোস ঘালির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।

বুট্রোস ঘালি মিশরের নাগরিক। আরব দেশগুলো থেকে তিনি প্রথম ব্যক্তি, যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। ১৯৯২ সালে তিনি জাতিসংঘের মহাসচিব পদে নিযুক্ত হন। ঘালি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G