সামসুল হকের কবিতাঃ রোশেনারা

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

women-in-71

তোমার বয়েস কতো, আঠারো উনিশ?
মুখশ্রী কেমন? রঙ চোখ চুল কী রকম? চলার ভঙ্গিমা?
ছিল কি বাগান, আর তোমার মল্লিকা বনে ধরেছিল কলি?
ছিলে তুমি কারোর প্রতিমা?
জানি না।

না, জানি।
পৃথিবীর সব মাস সব দিন তোমার হাতের মধ্যে এসে গিয়েছিল,
দুপুরের মতো মুখ, রৌদ্রদগ্ধ চোখ, পায়ে চৈত্রের বাতাস,
তোমার বাগানে–
কলোনি স্বদেশে–ধরেছিল সাড়ে সাত কোটি মল্লিকার কলি,
ছিলে তুমি মুক্তির প্রতিমা।

ঐ বুকে মাইন বেঁধে বলেছিলে–জয় বাংলা–
মানুষের স্বাধীনতা দীর্ঘজীবী হোক,
ট্যাংকের উপরে ঝাঁপ দিতে দিতে বলেছিলে–
বর্বরতা এইভাবে মুছে যাক, ধ্বংস হোক সভ্যতার কীট।

অন্তিমবারের মতো পথিকেরা পথে এসে দাঁড়িয়েছে, আকাশে
উঠেছে ধ্রুবতারা–
ধ্রুবতারা হয়ে গেছে মুক্তির জননী রোশেনারা।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G