সারাদেশে বর্ধিত ৩৬ ঘণ্টার হরতাল চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hortalসারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও টানা ৭২ ঘণ্টার হরতালের পর বর্ধিত আরও ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।

হরতালে এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর কোন ঘটনা বা নাশকতার খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্বঘোষিত হরতাল কর্মসূচি বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো। এছাড়া চলমান অবরোধও অব্যাহত থাকবে।

হরতালে নাশকতা মোকাবিলায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোতায়েন রয়েছে পুলিশ। এ ছাড়াও রয়েছে বিজিবি সদস্যরা।

এ দিকে হরতালের কারণে সোমবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে শুক্রবারে। আর বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০টায়।

এর আগে ১ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় জোট। একই সঙ্গে ৫ জানুয়ারি থেকে তাদের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে।

প্রতিক্ষণ /এডি/রক্তিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G