সালাউদ্দিনকে অক্ষত ফেরত চান পরিবার
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও সাবেক সাংসদ হাসিনা আহমেদ।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে সুপ্রিমকোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কক্ষে এ সম্মেলন করেন তিনি।
এসময় হাসিনা আহমেদ অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাতে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার স্বামীকে উত্তরার একটি বাসা থেকে তোলে নিয়ে যায়।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে তা কীভাবে নিশ্চিত হলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে ছয়টি গাড়িতে করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে উত্তরার ওই বাসায় ঢোকার আগে বাসার নিরাপত্তাকর্মীদের কাছে তাদের পরিচয়পত্র দেখায়। সেখান থেকেই আমরা বিষয়টি নিশ্চিত হই।’
সালাহ উদ্দিনের স্ত্রী আরো বলেন, ‘গত শনিবার রাত ৩টার দিকে উত্তরার ওই বাসার নিরাপত্তাকর্মীদের ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে পুলিশ। পরে তাদের গুলশান থানায় হস্তান্তন করা হয়। কিন্তু তারা তো কাজের লোক। তাদের উপর এ নির্যাতন কেন?’
এসময় হাসিনা আহমেদ তার স্বামীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে তোলে নিয়ে গেছে সেভাবে ফেরত দেয়ার দাবি জানান।
প্রতিক্ষণ/এডি/রানা