সালাহ উদ্দিনকে গ্রেপ্তারে রেড নোটিশ

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ১১:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

Salahuddin+Ahmedবিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য দেশটিতে তাদের ইউনিটের কাছে রেড নোটিশ পাঠিয়েছে ইন্টারপোলের ঢাকা ইউনিট ।

ইতোমধ্যেই ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ইন্টারপোলের ঢাকা ইউনিট গত মঙ্গলবার সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার জন্য বার্তাটি পাঠায়। বার্তাটি মেঘালয়ে পৌঁছালে সেই মোতাবেক ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে জানানো হয়।

মেঘালয়ের পুলিশ প্রধান রাজিব মেহতা জানিয়েছে, ইন্টারপোলের ঢাকা অফিস ভারতের কাছে একটি রেড কর্নার নোটিশ পাঠায় যাতে সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদকে ভারতের মেঘালয় থেকে তার স্বামী ফোন করেছেন, এমন খবর সাংবাদিকদের জানানোর পরপরই ঢাকায় ইন্টারপোলের ইউনিট তাদের ভারতীয় ইউনিটের কাছে গ্রেপ্তারের ওই নির্দেশনা পাঠায়।

এর আগে সোমবার সকালে মেঘালয় পুলিশ সালাহ উদ্দিনকে ‘সন্দেহজনক গতিবিধি’র জন্য আটক করে। এসময় তার কাছে নিজের পরিচয় নিশ্চিত করার মতো কোনও ডকুমেন্টই ছিলো না। ভারতে প্রবেশের কোনও অনুমতি সাথে না থাকায় মেঘালয় পুলিশ তাকে ফরেনারস অ্যাক্টে আটক দেখিয়ে মামলা করেছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G