সালিশ না মানায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

josoreসালিশ না মানায় যশোরের সদর উপজেলার ভায়না গ্রামে রাধারানী মণ্ডল (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার রাতে এ ঘটনার সময় আহত হয়েছেন রাধারানীর স্বামী কার্তিক চন্দ্র মণ্ডল (৫৫), ছেলে মনি শঙ্কর মণ্ডল (২৬), দেবর দেবু মণ্ডল (৪৫) ও ভাসুর মনর মণ্ডল (৫৭)।

তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, ভায়না গ্রামের কার্তিক চন্দ্র মণ্ডলের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী তপন ও রতনের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে বুধবার রাত ৯ টার দিকে গ্রামে সালিশ বৈঠক হয়।

সালিশের সিদ্ধান্ত কার্তিক চন্দ্র মণ্ডল ও তার লোকজন মেনে না নেওয়ায় প্রতিপক্ষরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এতে রাধারানী মণ্ডলসহ চারজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধারানী।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, রাধা নামে এক নারীর খুনের ঘটনা শুনেছেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিক্ষণ /এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G