সাহসিকতার পরিচয় দিলো ৩ শিশু

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

8eবাগেরহাটের মোরেলগঞ্জে ৩ কিলোমিটার পথ দৌড়ে এক নারী পাঁচারকারীর হাত থেকে নিজেদের রক্ষা করে সাহসিকতার পরিচয় দিয়েছেন ৩ শিশু ছাত্রী।

রোববার খবরটি জানাজানি হয়।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমতলা এলাকা থেকে ওই ছাত্রীদেরকে তাদের স্বজনেরা উদ্ধার করে।

পাঁচারকারী মহিলার খপ্পরে পড়া শিশুরা হলো, গুয়াতলা গ্রামের জিয়াদ বেপারীর মেয়ে রিমা আক্তার, সোয়েব ফকিরের মেয়ে মিম আক্তার ও শাহিন সর্দারের মেয়ে রিপা আক্তার। এরা সকলে স্থানীয় খতেজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী।

উদ্ধার হওয়া ওই ৩ ছাত্রী জানান, সকাল ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বোরখা পড়া এক মহিলা তাদের প্রথমে ভুল বুঝিয়ে ও পরে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সাথে নিয়ে যায়। দীর্ঘ পথ ইজি ভ্যানে চলার পর তারা পানি খেতে চায়। মহিলা তখন পানি আনতে গেলে মেয়ে ৩টি ইজি ভ্যান থেকে নেমে দৌড়াতে শুরু করে।

কালিকাবাড়ি নামক স্থান থেকে তারা টানা ৩কি.মি. পথ দৌড়িয়ে আমতলা এলাকায় এক বাড়িতে ঢুকে সাহায্য চায়। এ সময় শিশু পাঁচারকারী অজ্ঞাত পরিচয়ের মহিলা পালিয়ে যায়।

থানা পুলিশ ও অবিভাবকরা জানান, টানা ৭ ঘন্টা খোজাখুজির পরে প্রায় ১০কি.মি দূরে আমতলা থেকে নিখোঁজ ৩ ছাত্রীকে উদ্ধার করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G