সাহায্যের হাত বাড়ালেন বিল গেটস!
প্রতিক্ষণ ডেস্ক
দূষণমুক্ত পরিবেশ গড়তে সাহায্যের হাত বাড়িয়েছেন মাইক্রোসফট-এর সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস ৷
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে৷ ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এতে যোগ দিয়েছেন ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ের রাষ্ট্রপ্রধানরা৷ পরিবেশকে দূষণমুক্ত করতে সম্মেলনে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হবে৷
সম্মেলনের এ বিষয়ে বহু লক্ষ কোটি টাকার শক্তি-গবেষণার প্রস্তাব দিচ্ছেন গেটস৷ জাতিসংঘের সম্মেলনের ফাঁকে তিনি বৈঠক করবেন মার্কিন ও ফরাসি প্রেসিডেন্টসহ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে৷ বৈঠকে পরিবেশদূষণ রোধে বিশেষ পদক্ষেপ করা ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবিলা-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে৷
জুলাই মাসে নিজের ব্লগে গেটস যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার কথা বলেছিলেন৷ প্রস্তাব রেখেছিলেন নয়া প্রযুক্তি ব্যবহার করে কার্বন নির্গমন কমানোর জন্য৷ এ দিন ফরাসি সরকারের পক্ষ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেটস প্রস্তাব দিয়েছেন, ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশের উচিত পরিবেশ-কল্যাণে তাদের বরাদ্দের পরিমাণ দ্বিগুণ করা৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের প্রতিটি দেশের উচিত গেটস-এর প্রস্তাব মেনে কাজ করা৷ মাইক্রোসফট-এর প্রাণপুরুষের যুক্তি মেনে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির উচিত পুনর্নবীকরণযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার করা উচিত৷ গেটস-এর প্রস্তাব, শক্তি গবেষণা ও উন্নয়নের জন্য সরকারি অর্থের ওপর নির্ভর না করে বেসরকারি বিনিয়োগকেও আকৃষ্ট করতে হবে৷