সাহারা মরুভূমিতে ৩৪ শরণার্থীর মৃতদেহ

প্রকাশঃ জুন ১৬, ২০১৬ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

full_394707310_1466051740

আলজেরিয়া সীমান্তের কাছাকাছি সাহারা মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ শরণার্থীর মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে নাইজার। নাইজারের সরকারি সূত্র হতে জানা গেছে,সাহারার ছোট মরুভূমি শহর অ্যাসামাক্কা থেকে ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

পাচারকারী তাদের ছেড়ে যাওয়ার পর প্রচণ্ড পানি তৃষ্ণায় তাদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাজউম মোহাম্মেদ। তিনি জানান, মৃতদের মধ্যে ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। বাকিরা সবাই শিশু। জুনের ৬ থেকে ১২ তারিখের মধ্যে তাদের মৃত্যু হতে পারে।

নিহতদের মধ্যে দুইজন নাইজেরিয়ান বলে নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপের মধ্যকার অন্যতম অভিবাসী রুট নাইজার।

প্রতি বছর বিপুলসংখ্যক অবৈধ শরণার্থী মালি ও নাইজার হয়ে আলজেরিয়ায় যায়। আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) মতে গত বছর ১ লাখ ২০ হাজার শরণার্থী নাইজারের উষর  উত্তরাঞ্চল অতিক্রম করেছে।

রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার পর থেকে লিবিয়াকে পারতপক্ষে এড়িয়ে চলছে মানবপাচারকারীরা।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G