সিংহের থাবা থেকে ছেলেকে বাঁচালেন মা

প্রকাশঃ জুন ২০, ২০১৬ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

lion5_2911060a

নিজের পাঁচ বছরের ছেলেকে পাহাড়ি সিংহের মুখ থেকে ছিনিয়ে এনে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের এক মা। শুক্রবার রাতে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের উত্তর অ্যাস্পেন এর লোয়ার উড ক্রিকে এ ঘটনা ঘটেছে।

বিবিসির বরাত দিয়ে বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই মা তার উড ক্রিকের বাড়িতে ছিলেন। তার দুই ছেলে বাড়ির পেছনে উঠানে খেলছিল। এমন সময় ছেলেদের চিৎকার শুনতে পান তিনি। ঘর থেকে দৌড়ে বের হয়ে তিনি দেখেন, একটি পাহাড়ি সিংহ তার পাঁচ বছরের ছেলেকে ধরে রেখেছে।

এই দেখে ভয় না পেয়ে দৌড়ে গিয়ে সিংহের সঙ্গে লড়াই শুরু করেন ওই মা। ওই নারীর বরাতে পিটকিন কাউন্টির ডেপুটি শেরিফ মাইকেল বাগলিওনি জানান, তিনি এক হাতে একটি সিংহের থাবা চেপে ধরে ডান হাতে ওই সিংহের মুখে ঘুষি মারেন,

সিংহের মুখ থেকে ছেলের মাথা মুক্ত করার চেষ্টায় অনবরত ঘুষি মারতে থাকেন তিনি। ছেলেকে উদ্ধার করার চেষ্টার সময় হাতে সিংহের কামড় ও পায়ে সিংহের থাবার আঘাত পান মা, আর শিশুটি মুখে, মাথায় ও ঘাড়ে আঘাত পায়।

ওই নারীর তীব্র প্রতিরোধের মুখে প্রায় দুই বছর বয়সী সিংহটি পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অ্যাস্পেন ভ্যালি হাসপাতাল জানিয়েছে, পাঁচ বছরের শিশুটি ভাল আছে এবং তাকে ডেনভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে, আর চিকিৎসার পর তার মাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G