সিংহ রূপে মানব যিনি

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Lionel the Lion-faced Man২আমাদের সামনে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনাগুলি পৃথিবী নামক আমাদের এই বিস্ময়কর গ্রহটাকে আরো বিস্ময়কর তুলছে। হাটতে চলতে হঠাৎ করেই এ বিস্ময় আমাদের সামনে ধরা দেয় । জীবনে আমরা কতো বিস্ময়কর ঘটনা শুনেছি বা দেখেছি যেমন তিন পা ওয়ালা মানুষ, দুই মাথা ওয়ালা মানুষ সহ আরো কতো কী।

স্বাভাবকি ঘটনার চেয়ে কোন কিছু একটু আলাদা হলেই সেগুলোকে আমাদের কাছে বিস্ময়কর মনে হয় । বিস্ময়রের এই ভিড়ে আপনার মনে হয় সিংহ মানবের কথা জানা হয়নি। আপনি হয়তোবা শুনে একটু অবাকই হবেন্। যখন জানতে পারবেন কোন মানুষ তার অবয়ব দেখতে একেবারেই সিংহের মতো। অবশ্য শরীরের অন্য অঙ্গপ্রতঙ্গ গুলি মানুষের স্বাভাবিক অঙ্গপ্রতঙ্গের ন্যায়ই আছে।

বলছিলাম ১৮৯০ সালে জার্মানির অয়ারসও শহরে জন্মগ্রহন করা স্টেফান বিব্রউস্কির কথা। অবশ্্য তার নাম স্টেফান বিব্রউস্কি হলেও বেশির ভাগ লোকে তাকে Lionel the Lion-faced Man বা সিংহ মানব নামেই চেনেন। এই সিংহ মানবটির প্রধান বৈশিষ্ট্য ছিল তাকে দেখতে অনেকটা সিংহের মতোই লাগত। তাছাড়া শুধুমাত্র হাতের এবং পায়ের তালু বাদে তাঁর পুরা শরীর লোমে ঢাকা ছিলো। তাঁর মাথার চুল লম্বায় ১০ ইঞ্চি এবং মুখের চুল লম্বায় ৮ইঞ্চি ছাড়িয়ে গিয়েছিলো।

তাঁর নাক্ টি ও ছিলো কিছুটা বিকৃত ধরণের এবং তাঁর দাতের সংখ্যা ও কম ছিলো।যার ফলে তাকে অনেকটা সিংহের মতই দেখাতো।অবশ্য জীবনের প্রথম দিকে এজন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। নানা ভাবে অবহেলিত হয়েছেন সমাজের মানুষদের দ্বারা।  তার এই অবহেলাপূর্ণ দুঃখ-কষ্টের জীবনের মোড় ঘুরিয়ে দেন সেডেলমিয়ার নামের একজন জার্মান শোম্যান। শোম্যান বলতে সেই সব লোকদেরকেই বোঝানো হয় যারা ভিবিন্ন যায়গায় ঘুরে ঘুরে খেলা,সার্কাস ইত্যাদির প্রদর্শনী দেখিয়ে মানুষের মনের খোরাক জুগিয়ে থাকেন।Lionel the Lion-faced Man৩

বাবা মার অনুমতি সাপেক্ষে বিকৃত মুখকে পুজি করেই জার্মান লোকটির সাথে তাঁর প্রদর্শনীর ক্যারিয়ার শুরু করেন এবং সেটা মাত্র ৪ বছর বয়সেই। এবং মাত্র অল্প সময়ের ব্যবধানে বেশ জনপ্রিয়ও হয়ে ওঠেন। শো দেখাতে দেখাতে ১৯২০ সাল নাগাদ সিংহ মানব যুক্তরাষ্ট্রের নিউয়র্কে গিয়ে বসবাস করতে শুরু করেন।

সিংহ মানব ১৯৩২ সাথে মাত্র ৪১ বছর বয়সে চলেযান না ফেরার দেশে।

বিস্তারিত দেখতে ক্লিক করতে পারেন। এই লিংকে। https://www.youtube.com/watch?v=Q8Fs2Z72IEk

 

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G