সিগারেটের ফিল্টার মাটিতে ফেললেই গাছ!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সিগারেটের মারাত্মক ক্ষতিকারক প্রভাবে প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হন ধুমপায়ীরা। পরিবেশের উপরেও এর পরোক্ষ প্রভাব পড়ে। গাড়ি, কল-কারখানা তো আছেই, তার সঙ্গে বোঝার উপর শাকের আঁটি সিগারেটের ধোঁয়া।
তবে এবার পাপ মোচনের সুযোগ করে দেবে সিগারেটের ফিল্টার। মাটিতে পড়লে সেখান থেকেই জন্ম নেবে নতুন গাছ! অভিনব এই উদ্যোগ নিয়েছে ভারতীয় সংস্থা প্রসাদম ইন্ডাস্ট্রিজ।
বায়োডিগ্রেডেবল পাল্প থেকে এই সিগারেট তৈরি হচ্ছে। এর মধ্যো কোনও রকম রায়াসনিক বা বাইন্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে না। ফিল্টারের মধ্যে থাকা বীজ যাতে তাপ বা নিকোটিনে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এখানে ব্যবহার করা হচ্ছে বিশেষ এক ধরনের কাগজ।
সিগারেট শেষ করার পর ফিল্টারটি যদি মাটিতে ফেলে দেওয়া হয়, সামান্য পানির স্পর্শে বীজগুলি সক্রিয় হবে। অচিরেই ফিল্টারের কাগজ সরিয়ে বীজ ছোট ছোট গাছের আকার নেবে। জন্ম নেবে নতুন প্রাণ। সূত্র: এই সময়।
প্রতিক্ষণ/এডি/পাভেল