সিঙ্গাপুর থেকে ফিরেই সংবাদ সম্মেলন: ইনু
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে তিনি এ কথা জানান। চিকিৎসার জন্য গত বুধবার ঢাকা ত্যাগ করেন তথ্যমন্ত্রী। আগামী সোমবার তার দেশে ফেরার কথা ছিল।
এদিকে দেশে ফিরেই মন্ত্রী হাসানুল হক ইনু চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলন করবেন। রোববার সকাল সাড়ে ১১টায় তথ্য অধিদপ্তরে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বুধবার ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী যারা সংলাপ ও জাতীয় সনদের কথা বলছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আগে নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধের জন্য বেগম খালেদা জিয়ার কাছে তদবীর করুন, ধর্ণা দিন।’
জঙ্গিবাদ-নাশকতা ও আগুন-সন্ত্রাস ছাড়া দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে নাশকতা ও আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে, তারপরই কেবল অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে, এর আগে অন্য চিন্তা নয়।’
প্রতিক্ষণ/এডি/রিফাত