সিটি নির্বাচনে লড়তে পারছেন না মিন্টু

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৫ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mintu1ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু আর লড়তে পারছেন না।

প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর এবার সুপ্রীম কোর্টের আপিল বিভাগও তা বহাল রেখেছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতিদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মিন্টুর আবেদনের উপর কোনো আদেশ দেননি। এর ফলে হাই কোর্টের আদেশ বহাল থাকায় মিন্টু ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে লড়তে পারবেন না।

এর আগে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্ট মিন্টুর করা রিট আবেদন খারিজের আদেশ দিলে তা স্থগিতের জন্য তিনি সুপ্রীম কোর্টে আবেদন করেন।

তার আইনজীবীরা মঙ্গলবার আবেদনটি চেম্বার আদালতে তুললে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

প্রতিক্ষণ/এডি /তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G