সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Emajuddinআসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন শতদলের আহবায়ক ও বিএনপিপন্থী  শিক্ষাবিদ  প্রফেসর এমাজউদ্দীন আহমেদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি জানান।

এমাজউদ্দীন আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। অন্যতায় নির্বাচন সুষ্ঠু হবে না।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার রাতে এ শিক্ষাবিদ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে বৈঠকের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালকে ২০-দলের সমর্থনের কথা জানান।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G