সিটি নির্বাচন দলীয় প্রভাব মুক্ত রাখার অনুরোধ

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম

downloadঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সহ তিন সিটিতে নির্বাচন দলীয় প্রভাব ‍মুক্ত রাখতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে ২০ দলীয় জোট। আজ সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘২০ দলীয় জোট ও দেশবাসী আশা করে-আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আর তা না হলে জাতির নিকট আবারো প্রমাণ হয়ে যাবে বর্তমান নির্বাচন কমিশন দন্তহীন বাঘ ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের হদিস বের করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলা হয়,
সালাহ উদ্দিন আহমেদসহ গুমকৃত সকল বিরোধী নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান ও ২০ দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে ২৮ এপ্রিল ২০১৫ অনুষ্ঠিতব্য তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সরকার সচেষ্ট হবে।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G