সিদ্ধিরগঞ্জে পুলিশের লাঠিচার্জে ১৫ শ্রমিক আহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

n-gonj-nnbd_01_newsnextbdসিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথ মালিকানাধীন একটি কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বিক্ষুব্দ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের দু’দফা লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকালে বিক্ষুব্দ শ্রমিকরা ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদের বের করে আনতে ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন- নার্গিস আক্তার, হ্যাপি, পলি, সালমাসহ কমপক্ষে ১৫ শ্রমিক। এ সময় ঘটনাস্থল থেকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (৪০), শ্রমিক আউয়াল (৩৩) ও খোকনকে (২৮) আটক করে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে তারা অন্যান্য কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করলে শিল্প পুলিশের লাঠিচার্জে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শ্রমিকরা ১১টার দিকে কদমতলী নাভানা ভূঁইয়া সিটি এলাকায় আবারও জড়ো হতে থাকলে পুলিশ সেখানেও শ্রকিদের ওপর লাঠিচার্জ করে।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দু’দফা সংঘর্ষে নার্গিস আক্তার, হ্যাপি, পলি, সালমাসহ কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম প্রতিক্ষণকে জানান, শ্রমিকরা ইপিজেডের অন্যান্য কারখানার শ্রমিকদের বের করে আনতে ও সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এ সময় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G