সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৬ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

0,,3602823_4,00

সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো অবনতি হয়েছে।

গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি সোমবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন ও স্থানীয়সূত্র জানায়, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চল হিসেবে পরিচিত জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের প্রায় ৩০ টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে বন্যার পানি প্রবেশ করায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও হাইস্কুলে শিক্ষাক্রম বন্ধ হয়ে গেছে।

বন্যা কবলিত এলাকাবাসিকে খাদ্য সংকট থেকে বাঁচাতে গতকাল(সোমবার) থেকে ত্রান বিতরন শুরু করেছে প্রশাসন।

ইতিমধ্যে বন্যাত্তদের মাঝে বিতরনের জন্য ৬৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লক্ষ টাকা বন্যা কবলিত উপজেলাগুলোর উপজেলা প্রশাসনকে প্রদান করেছে জেলা প্রশাসন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G