সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়বে রাশিয়া

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Syriaসিরিয়া বিষয়ে পরবর্তী ভিয়েনা সম্মেলনের আগে আসাদ বিরোধী বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে কোনটি সন্ত্রাসী আর কোনটি নয় তার তালিকা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মস্কোয় জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দে মিসচুরার সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া সঙ্কট সমাধানে জাতিসংঘের উদ্যোগকে সহযোগিতা করে যাওয়ার কথা জানান।

এদিকে, সিরিয়ায় এ পর্যন্ত রুশ বিমান হামলার ৮৫ থেকে ৯০ ভাগই মধ্যপন্থি বিদ্রোহীদের অবস্থানে আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে রুশ সামরিক বাহিনী।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া আলোচনা শুরুর আগে দু’টি তালিকা তৈরি করতে হবে। একটি সন্ত্রাসী সংগঠনের তালিকা, যারা যুদ্ধবিরতির আওতায় পড়বে না। আর অন্যটি হবে বৈধ বিরোধী সংগঠনের তালিকা, যারা সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবে।’

সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উদ্যোগে আশায় বুক বেঁধেছেন দেশটির বেসামরিক লোকজন। নতুন নির্বাচন আয়োজনকেই সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে দেখছেন সিরীয়রা।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G