সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৫০
সিরিয়ার আল বাব শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) গাড়িবোমা হামলায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিহতের এ সংখ্যা জানায়।
আল বাবের উত্তর-পশ্চিমে সৌসিয়ান গ্রামে তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীদের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে শুক্রবার এ হামলা চালানো হয়। এতে আরো বহু মানুষ আহত হয়েছে।
তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা বৃহস্পতিবার আল বাব থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করে। উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের শেষ উল্লেখযোগ্য শক্তিকেন্দ্র ছিল আল বাব।
কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর নিকটবর্তী ছোট শহর কাবাসিন ও আল বাজেহ থেকেও আইএস জঙ্গিদের হটিয়ে দেয় তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা।
শুক্রবার তুরস্ক সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরীয় বিদ্রোহীরা আল-বাব শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এখন মাইন ও অবিস্ফোরিত বিস্ফোরক তল্লাশি ও অকেজো করার কাজ চলছে।
মাইন অকেজো করতে গিয়ে শুক্রবার তুরস্কের দুই সেনা নিহত হয়ে বলেও জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/নাজমুল