সিরিয়ায় জাতিসংঘের খাদ্যবাহী কনভয়

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৬ সময়ঃ ১১:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

unসরকারি বাহিনী এবং হিজবুল্লাহ কর্তৃক অবরুদ্ধ সিরিয়ার মাদায়া শহরে মাসখানেকের খাবার, ঔষুধ এবং শীতের কাপড় নিয়ে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী কনভয়।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মাদায়া শহরে ত্রাণবাহী কনভয় পৌঁছেছে। মাদায়ায় পৌঁছে আমরা অপুষ্টিতে ভোগা অভুক্ত শিশুদের দেখতে পেয়েছি।

উল্লেখ্য, মাদায়া শহরটি বেশ কয়েক মাস ধরেই সরকারি বাহিনী এবং হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। সর্বশেষ গত অক্টোবরে ত্রান সহায়তা পাঠানো হয়েছিল শহরটিতে। অবরুদ্ধ এই শহরটির পরিস্থিতি ছিল ভয়াবহ। শহরের প্রায় ৪০ হাজার লোক ঘাস, লতা-পাতা খেয়ে বেঁচে ছিল। শহরটিতে ইতোমধ্যে অনেকেই না খেতে পেয়ে মারা গেছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G