সিরিয়ায় ত্রাণ দেবে জাতিসংঘ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ৯:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

unসম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। তাই সিরিয়ায় এখন চলছে যুদ্ধবিরতি। আর এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে আগামী পাঁচ দিনে সিরিয়ার এক লাখ ৭০ নাগরিকের মধ্যে ত্রাণ সহায়তা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ জানিয়েছে, আগামী মার্চের শেষ নাগাদ দুর্গম অঞ্চলের আরো মানুষকে ত্রাণ দিতে তারা প্রস্তুত। মাদায়ার মতো শহরগুলোয় খাদ্য, পানি ও ঔষুধ সরবরাহ করা হবে। এ জন্য যুদ্ধরত পক্ষগুলোর কাছ থেকে অনুমতি দরকার।

সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারী ইয়াকুব আল-হিল্লো যুদ্ধবিরতি সম্পর্কে বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা টেকসই করতে গত পাঁচ বছরে এটাই সবচেয়ে বড় সুযোগ পেল সিরিয়ার মানুষ।

গত সপ্তাহে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত দেইর আল-জুর শহরে ত্রাণ দেয়ার প্রচেষ্টা ভেস্তে যায় জাতিসংঘের। জাতিসংঘের হিসাবে সিরিয়ায় প্রায় পাঁচ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে আছে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G