সিরিয়ায় বিমান হামলায় নিহত ৩০
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি তেল শোধনাগারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা
জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শোধনাগারের কর্মী ও আইএস জঙ্গি রয়েছে।
রোববার (৮ মার্চ) তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তেল আবিয়াদের ওই তেল শোধনাগারে এই হামলা চালায় পশ্চিমা বিমান বাহিনী।
বেসামরিক লোকজন নিহত হওয়ার ব্যাপারে সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের তত্ত্বাবধানে থাকা মার্কিন টাস্কফোর্সের এক মুখপাত্র দাবি করেন, বরাবরের মতোই এ অভিযোগের তদন্ত চলছে।
ধারণা করা হয়, তেল বাজারজাত করে আইএস দিনে সাড়ে ৮ লাখ থেকে ১৬ লাখ ডলার আয় করে। যদিও এ ব্যাপারে দ্বিমত পেন্টাগন। তাদের মতে, কেবল তেল চোরাচালানে এতো অর্থ আয় অসম্ভব। তেল চোরাচালানের পাশাপাশি আইএসের বিরুদ্ধে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসারও অভিযোগ উঠেছে সম্প্রতি।
প্রতিক্ষণ/এডি/রেজা