সিরিয়ায় বোমা হামলায় নিহত ২২৪
প্রতিক্ষণ ডেস্কঃ
পবিত্র মাস রমজানের প্রথম সপ্তাহে সিরিয়ান সেনাবাহিনী এবং রাশিয়ান যুদ্ধবিমানের দ্বারা বোমাবর্ষণের ফলে কমপক্ষে ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজাভেটরি ফর হিউম্যান রাইটস নামক একটি সংস্থা।
সংস্থাটি জানায়, জুন মাসের ৬ থেকে ১২ তারিখের মধ্যে, অর্থাৎ পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে বোমা হামলায় মারা গেছে ১৪৮ জন, যার মধ্যে ৫০ শিশু এবং ১৫ নারী রয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠি ও আইএসের হামলায় নিহত হয়েছে আরো অন্তত ১২ জন। এই সময়ের মধ্যে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দিয়েছে আইএস জঙ্গিরা।
সিরিয়ান অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়, ‘সিরিয়ার নাগরিকদের ওপর করা অপরাধ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যহত নিরবতায় আমরা নতুন করে নিন্দা জানাচ্ছি।’
রমজানে সিরিয়ায় নিহতদের মধ্যে রোববার ইদলিব শহরের একটি বাজারে হামলায়-ই শুধু মারা গেছে ৪০ জন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তুরস্কসহ আরো কিছু পর্যবেক্ষক গোষ্ঠি ওই হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চে শুরু হওয়া একটি শান্তিপূর্ণ বিদ্রোহ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত আড়াই লক্ষ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং দেশটির অর্ধেকেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম