সিরিয়ায় বোমা হামলায় নিহত ৭৫
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির একটি মানবাধিকার সংস্থা।
সংস্থাটির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আলেপ্পোর আল-বাব ও শার শহরে হেলিকপ্টারে করে ব্যারেল বোমা নিক্ষেপ করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। এতে আল-বাবে ৫৫ জন নিহত হন, আহত হন আরও অনেকে।
অন্যদিকে শারে নিহত হয়েছেন অন্তত ২০ জন। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আলেপ্পোয় নিয়মিত ব্যারেল বোমা হামলা চালিয়ে আসছে বাশার বাহিনী।
জাতিসংঘের হিসাব মতে, গেল চার বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় অন্তত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে।
উল্লেখ্য, আলেপ্পো থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় আল-বাব শহরটি আইএস এবং আলেপ্পোর পূর্বাঞ্চল আরেকটি শহর বিদ্রোহী গ্রুপের দখলে রয়েছে। ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে ব্যারেল বোমা হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।
প্রতিক্ষণ/এডি/জহির