সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু ২৭ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দেশ দু’টির যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হবে।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠী নুসরা ফ্রন্ট ওই যুদ্ধবিরতির বাইরে থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে ১২ ফেব্রুয়ারি একটি সমঝোতায় আসে বিশ্বশক্তিগুলো। ঐ সময় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু তখন তা কার্যকর হয়নি। শেষ পর্যন্ত এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এখন তা আগামী শনিবার থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
সিরিয়ার যুদ্ধবিরতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সংঘর্ষে যেসব পক্ষ যুদ্ধবিরতি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং শর্ত মেনে নিয়েছে তাদের ক্ষেত্রেই এ বিরতি প্রযোজ্য হবে। তবে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী, নুসরা ফ্রন্ট এবং জাতিসংঘের চিহ্নিত অন্যান্য সন্ত্রাসী সংগঠন এ যুদ্ধবিরতির আওতায় পড়বে না। তাদের ওপর সিরিয়া, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা চলবে।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া বিক্ষোভে দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এক কোটি ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৪০ লাখ মানুষ। এই পরিস্থিতিতে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি হয়ে পড়েছে।
প্রতিক্ষণ/এডি/এফটি