সিরিয়ায় সংঘর্ষে নিহত ৪১
সিরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জন সেনাসদস্য রয়েছে। সংঘর্ষে আহতও হয়েছেন বেশ কয়েকজন লোক।
দেশটির পূর্বাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত একটি এলাকার সরকারি বিমান ঘাঁটির পাশে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এসওএইচআর জানায়, আইএস জঙ্গিরা বিমান ঘাঁটিতে দু’টি গাড়ি বোমা হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সেনাসদস্যরাও প্রতিরোধে এগিয়ে এলে ব্যাপক যুদ্ধ হয়। এতে ১৮ সৈন্য ও ২৩ জঙ্গি নিহত হয়।
ঘাঁটিটি পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শেষ পা রাখার জায়গা ছিল বলেও জানাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি।
অবশ্য, হামলার বিষয়ে স্পষ্ট কোনো খবর জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
প্রতিক্ষণ/এডি/এএইচকে