সিরিয়ায় বিমান হামলা: নিহত ২৭

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

sirian air attackসিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় দেশটির পূর্বাঞ্চলীয় গৌটা প্রদেশে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

মানবাধিকার সংস্থাটি জানায়, বিমান হামলায় ২৭ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ১২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার বিদ্রোহী অধ্যুষিত পূর্ব গৌটা প্রদেশের দৌমা, সাকবা, কফর বাটনা, এবং হাম্মৌরিয়েহ এলাকায় বিমান হামলা চালানো হয়। বিদ্রোহীদের হামলায় ৪ জন নিহত হওয়ার পর এ বিমান হামলা চালায় সরকারি বাহিনী।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিদ্রোহীদের হামলায় ৪ জন নিহতের পাশাপাশি ৫৮ জন আহত হয়েছে। বিদ্রেহীদের রকেট হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলে আসছে। এ সংঘর্ষে এ পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

প্রতিক্ষন/এডি/ইম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G