সিরীয় শান্তি আলোচনা সাময়িক স্থগিত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

rtyrtyসিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানে জেনেভায় চলমান শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ।

এ সম্পর্কে জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসচুরা বলছেন, আলোচনা এখনো ব্যর্থ হয়নি, আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন করে আলোচনা শুরু হবে।

এদিকে, আলোচনায় ব্যর্থতার জন্য সিরিয়ার সরকারি পক্ষ ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।  সিরিয়ার সরকারি প্রতিনিধি দলের প্রধান বাশার জাফারি বলেছেন, বিরোধীরা আলোচনাকে ব্যর্থ করতে সৌদি আরব, কাতার ও তুর্কির নির্দেশে কাজ করছে।

অপরদিকে, আলোচনায় বসতে সিরিয়ার বিরোধীদের জোট হাই নিগোসিয়েশনস কমিটি (এইচএনসি) জানিয়েছে, আলোচনার মূল বিষয়ের উন্নতি না হলে তারা আর আলোচনার টেবিলে ফিরবে না। এইচএনসির প্রধান সমন্বয়ক রিয়াদ হিজাব বলেছেন,‘ পুরো বিশ্ব দেখেছে কে আলোচনাকে ব্যর্থতায় পর্যবসিত করেছে। কারা বেসামরিক লোকদের ওপর বোমা নিক্ষেপ করছে, কারা অনাহারে লোকদের মারছে।’

যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয় জনসাধারণের ওপর ক্রমাগত রুশ বিমান হামলা এই শান্তি আলোচনার পথে এক বিরাট অন্তরায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G