সিলেটে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন
সিলেট প্রতিনিধি
বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার সিলেট জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট নগরের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছে, বিএনপির সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পাশেই মাদ্রাসার ভবন। ওই মাদ্রাসা আলিম পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আগে নির্ধারিত তারিখে (২০ নভেম্বর) ওই কেন্দ্রে পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সমাবেশের তারিখ এক দিন এগিয়ে আনা হয়েছে। সিলেট বিভাগীয় সমাবেশে ৪ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘বিএনপি দেশের একটি বড় ও দায়িত্বশীল দল, তাই আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে পরীক্ষার দিন সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
বিএনপি নেতা আবদুল মুক্তাদির আরও বলেন, ইতিমধ্যে দেশে বিএনপির যেসব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সরকার বিভিন্ন বাধা ও প্রতিকূলতা সৃষ্টি করেও সেগুলোতে গণজোয়ার আটকাতে পারেনি। চিড়া, মুড়ি নিয়ে হেঁটে দু–তিন দিন আগে থেকেই মানুষ সমাবেশে যোগ দেওয়ার জন্য চলে গেছেন। লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন।
এই আন্দোলন শুধু বিএনপির একার নয়, এটা দেশের মানুষের জীবন বাঁচানোর আন্দোলন বলে উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট নগরসহ বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।
সূত্র : প্রতিনিধি