সিলেট মেডিকেলে ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে।
ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এটা নজিরবিহীন ঘটনা।
মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম ৩২ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।
তবে ভুল চিকিৎসা এবং নার্স ও ডাক্তারদের চিকিৎসা অবহেলা বিষয়টি নাকচ করে তিনি বলেন, ১০ শিশুর মধ্যে ৬ জন জন্ম জটিলতায়, ২ জন অপুষ্টিজনিত সংক্রমণে, একজন নিউমেনিয়ায় ও অন্য একজন ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাইল পাটোয়ারীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- শিশু বিভাগের বিভাগীর প্রধান ডা. মনজ্জির আলী, আবাসিক চিকিৎসক রঞ্জর কুমার রায়।
কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নিহত শিশুদের মধ্যে পাঁচ নবজাতক রয়েছে। সোমবার জন্ম হয়েছিল তাদের। বাকি পাঁচ শিশুর মধ্যে সর্বোচ্চ দেড় বছর বয়সী শিশু রয়েছে। এই পাঁচ শিশুর মধ্যে দুই শিশু রবিবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্য তিন শিশুকে সোমবার হাসপাতালে আনা হয়।
মারা যাওয়া শিশুরা শিশু ওয়ার্ডসহ তিনটি ওয়ার্ডে ভর্তি ছিল।
প্রতিক্ষণ/এডি/মির্জা